প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | আত্মসংযম


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/সম্পাদকীয়/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | সম্পাদকীয়

 

আত্মসংযম


"সর্বোপরি আরও একটা কথা বলা অসংগত নয়, যে-কোনো ধর্মের সৃষ্টি হয়েছিল যে-কোনো গোষ্ঠীবদ্ধ মানুষকে রক্ষার তাগিদে, কিন্তু বাস্তবে দেখা যায়, সব ধর্মই নিজেদের শ্রেষ্ঠ প্রমাণে সর্বতোভাবে নিজের নিজের প্রচারে ব্যস্ত।"


ধর্ম আগে না মানুষ আগে? গোড়ার প্রশ্নে ফিরে তাকালে দেখা যাবে, যে-কোনো ধর্মের মানুষই অবলম্বন গ্রহণ করেছিলেন সুস্থ ও শৃঙ্খলিত ভাবে বাঁচার জন্য, কোন হানাহানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়ার জন্য নয়। তবু হাথরসের ঘটনা ঘটল!

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | ক্ষয়


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১



কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

ক্ষয়


শহরের তালুতে বসেছে গান
আমরা জানিনা কীভাবে আমাদের লেখা হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের খাবার হয়ে ওঠে
কারণ আমরা জানিনা কীভাবে আমাদের বস্ত্র হয়ে ওঠে
আমরা গ্রামের হাথেলিতে যাইনি
দেখিনি খড় আর কাঠকুটোর আঁচ
মুড়ির ইতিহাস দেখিনি আমরা, দেখিনি অন্তহীন জ্বাল

অন্য এক আরম্ভের দিকে | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

সৈয়দ হাসমত জালাল

অন্য এক আরম্ভের দিকে


চলে যায়, মরি হায়, বসন্তের রেখাচিত্রগুলি
যা কিছুই প্রাকৃতিক, ঋতুরঞ্জিত, তার সমাপনই
শেষ কথা নয়, অন্য এক আরম্ভের দিকে
এগিয়ে চলেছে আমাদের চৈত্রধূসর পথ

বাতায়ন | অজয় দেবনাথ




বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ

বাতায়ন

অবাক লাগে যখন দেখি
বন্ধুরা অহং বোধে বিভিন্ন গণ্ডিতে নিজেদের বেঁধে রেখেছে
কষ্ট হয়, করুণা হয় ওদের দেখে
কেন বাতায়ন বন্ধ রেখেছে ওরা
খোলা বাতায়নে সকাল-সন্ধে মুক্ত বাতাস স্পর্শ করত
নীলিমা হাতছানি দিত দিগন্তে
অথচ… ধীরে ধীরে কূপমন্ডূক হয়ে যাচ্ছে কি ওরা

ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য | শংকর ব্রহ্ম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/অন্য চোখে/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | অন্য চোখে

শংকর ব্রহ্ম

ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য

 

"বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন ইংরেজি ভাষা জানা সত্ত্বেও বাংলা ভাষাকে মর্যাদার এবং গৌরবের যে উচ্চ-শিখরে তুলে ধরেছিলেন, তার অভাব বড় অনুভূত হয় আজকের দিনে উচ্চ শিক্ষিতদের দেখে।"


শিল্প-সাহিত্য-সঙ্গীত-নাটক প্রভৃতি সংস্কৃতির ধারক বাহক। ভাষা ও সংস্কৃতির মতো ইতিহাসও ঐতিহ্যের বাহক। আমরা যে ভাষায় লিখছি, পড়ছি, মনের আনন্দে গলা ছেড়ে গান গাইছি, সেই ভাষার জন্য সংগ্রামের শুরুটা হয়েছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। আর সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আঘাত এলে কী হতে পারে, তা আমরা প্রত্যক্ষ করেছি, ১৯৭১ সালে, নতুন বাংলাদেশের জন্মের ভিতর দিয়ে।

আশা | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস



বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/যুগলবন্দি/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | আশা | যুগলবন্দি | সঙ্ঘমিত্রা দাস ও অজয় দেবনাথ

সঙ্ঘমিত্রা দাস

আশা

"তুমি চাইলে একটা অন্য বিকেল হতো। বাদামের আড্ডায় ভালোবাসা জমা হয়ে কয়েকটা বৃষ্টির গল্প হতো। বেঁচে থাক আমার স্মৃতির আকাশ। অক্লান্ত এ চোখে জ্বোলো না ফানুস হয়ে, জ্বোলো তুমি চাঁদ হয়ে।"

সুজন
 
মনের আশায় একলা বিকেলে তুমি কেন বারবার উঁকি দিয়ে যাও। একটা অগোছালো সন্ধ্যা, বাইরে টিপটিপ বৃষ্টি, একনাগাড়ে, ছিঁচকাঁদুনে মনটা বাতায়ন পাশে একাকী বসে। টেবিলের ওপরে একদিস্তা কাগজ পেপারওয়েটে চাপা। তবুও হাওয়ায় ফড়ফড় করে শব্দ তুলে উড়ছে। টেনে নিলাম কাগজ পেন, তোমায় চিঠি লিখব বলে।

প্ল্যানচেট | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছোটগল্প

সঙ্ঘমিত্রা দাস

প্ল্যানচেট


"ওনার হাতে খাতা-পেন্সিল। ধীরে ধীরে আহ্বান করা হল কবিকে। কিছুক্ষণের মধ্যে ঘরের হাওয়া বদল টের পেল সবাই। মোমবাতির শিখা হাওয়া ছাড়াই কাঁপছে, রাজীব জিজ্ঞাসা করল, ‘সুনির্মলবাবু আপনি কি এসেছেন?’"


রাত এগারোটা প্রায় বিনয়, সুতপা, রাজীব, নবীন চার বন্ধু ফিরছে সিনেমা দেখে। মুডটা অফ সবারই। একদম বাজে একটা গল্প। ভূতের সিনেমা দেখবে বলে এত উৎসাহ নিয়ে গেছিল কিন্তু একদম নিরাশ হয়েছে ওরা। একটা জমাটি গল্প নেই, ভূতের নামে শুধু মারপিট, হিংস্রতা। প্রথম মুখ খুলল বিনয়। আজ দিনটা একদম বাজে গেল রে, এত বাজে 

বিনির্মাণ | জনা বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু

জনা বন্দ্যোপাধ্যায়

বিনির্মাণ


এক
 
কিছু পিছুটান থেকে যায়!
তবু ছুটে যেতে নেই!
ঝাপসা কাচে স্মৃতির ধুলো!
প্রতিবাদের দিন বদলে

প্রেম | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় ও অজয় দেবনাথ


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/যুগলবন্দি/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | যুগলবন্দি | কবিতা | প্রেম

চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

তপ্ত দুপুর


পাখি হব বলে একটা আস্ত মহাদেশ পাড়ি দিয়ে এলাম।
নদী হব বলে একটা গোটা পাহাড়কে স্নান করিয়ে নেমে এলাম।
 
অনন্য এক রূপকথা হব বলে ব্যাঙ্গমা কিনে আনলাম।
মেঘ হব বলে মহাসাগরের বুকে দিলাম সমস্ত দিনের দহন।
একতারার বসন্ত হব বলে একটা বিরহকে পুড়িয়ে আঙরা করে দিলাম।
 

নরকের মহারানি | জগন্নাথ মহারাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | গল্পাণু

জগন্নাথ মহারাজ

নরকের মহারানি


"সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বলে, বুড়ো হয়েছি তো কী হবে আমার মনটা যে যৌবনে তরতাজা। আমার প্রেমে কত মজা / অঙ্গ অঙ্গ সোনায় সাজা। সুন্দরী তনয়ার লোভে জিভ লকলক করে আর বলে— হ্যালো স্যার, I am Riya."


ছোট বেলায় ঠাম্মির কাছে কত ভূতের গল্প শুনেছি। তখন জানতাম ভূতেরা রাত্রে বের হয়ে ঘাড় মটকায়, তাই ভূতের ভয়ে আতঙ্কে ঠাম্মিকে জড়িয়ে ধরে ঘুমাতাম। কিন্তু এখন ভূতেরা দিনের আলোকে আর ভয় পায় না! দিনের বেলায় রাস্তায়, বাজারে দেখি কত রকম প্রজাতির ভূত। যেমন মেছো ভূত, গেছো ভূত, শাঁখচুন্নি, পিশাচ আরো কত কী ঘুরে বেরাচ্ছে। 

জানা | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

জানা


কবিরা কিছুই জানে না
কখন বৃষ্টি আসে কখন পাতা ঝরে যায়
কিছুই জানে না।

আদমসুমারিতে… | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

আদমসুমারিতে…

কোথাকার তরবারি কোথায় রেখেছো হে সিপাহশালার…
 
এখনো সে কথা মনে পড়ে আর স্নায়ু তরঙ্গ
কাঁপতে থাকে...

বাতাস | শম্পা সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

শম্পা সামন্ত

বাতাস




নিরাভরণ শীত মেখে ঝরে যাবার আগেই যেন ভিন গ্রহে চলে যাচ্ছ তুমি। কে যেন দাঁড়িয়ে থাকে ভগ্ন দরজায়
কে যেন সুর্মা পড়ে বিকেলের দাওয়ায় বসে যাত্রা শোনার পালা শোনায়।
কাজল পড়োনি, বেলায় তুলে নিচ্ছে মুখ ও মুখোশ।

মৃত নদী | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

তন্ময় কবিরাজ

মৃত নদী


ধূসর কঙ্কালে চাঁদ জেগে থাকে
জল নেই, বালিময় নদী একা
জ্যোৎস্না খেলা করে, ধু-ধু হাওয়া
দরজা খুলে সবাই ঘুমোচ্ছে

বিচ্ছেদ | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছোটগল্প

পারমিতা চ্যাটার্জি

বিচ্ছেদ


"যেখানে শাশুড়ি বউ মিলেমিশে মা মেয়ের মতন কাজ করেন সেখানে কোনো ঝামেলা হয় না তো। আমার বন্ধু নিখিল বলছিল বউ কাজে বেরোবার সময় পছন্দ মতন টিফিন বানিয়ে দেয়।"


তৃপ্তি স্কুল থেকে এসেই দেখল বাইরের ঘরে অনেক লোক, আজ পরীক্ষা ছিল টানা আট ঘন্টার ডিউটি। আজ পরীক্ষার খাতা আছে সময়মতো দেখে জমা দিতে হবে। শাশুড়ি রাগত চোখে এসে দাঁড়াতেই, তৃপ্তি বললো, আমার শরীরটা আজ খুব খারাপ মা। তোমার কখনও চোখে পড়ে না মা? মেয়েদের বেলায় তো পড়ে! বাইরে থেকে কিছু এনে নাও, আজ আমি পরাছি না বলতে বলতে হঠাৎ মাথা ঘুরে বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে পড়ল।

কাব্যনাট্য | সে, তুমি আর আমি | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/শিল্প-সংস্কৃতি/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | শিল্প-সংস্কৃতি | কাব্যনাট্য

তন্ময় কবিরাজ

সে, তুমি আর আমি

 

"সে এসেছে তোর বাড়ি
        দ্বন্দ্ব যখন কাড়াকাড়ি।
        শান্ত মনে থাকলে পরে
        চিনবে মানুষ নিজের করে।"


                
        (১)
 
সে:     ওরা কারা যারা এলো, চলে গেল?
আমি:   খবর রাখিনি
        তারাও বলেনি।
        তারা আসবে
        কথা রাখবে।

বাঙালি নিজের ভাষা-সংস্কৃতি কি ভুলে যেতে বসেছে? | শর্মিষ্ঠা ঘোষ


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/অন্য চোখে/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | অন্য চোখে

শর্মিষ্ঠা ঘোষ

বাঙালি নিজের ভাষা-সংস্কৃতি কি ভুলে যেতে বসেছে?


"বাঙালি যত ছড়িয়ে পড়ল দেশে বিদেশে তত সে আরো বেশি করে আঁকড়ে ধরতে লাগল নিজের ভাষা সংস্কৃতি। সেই দেশে প্রচার এবং প্রসার করতে শুরু করল তার।"


বাঙালি নিজের ভাষা-সংস্কৃতি ভুলে যেতে বসেছে কিনা এ প্রশ্নের জবাব আসলে একটু ঘুরিয়ে দিতে হয়। মানুষের সামাজিক বিবর্তনের সাথে সাথে এই দুটিও অঙ্গাঙ্গী জড়িত কিনা। আর ভাষা যেহেতু একটি বহমান প্রক্রিয়া সময়ের সাথে সাথে এর মেদবৃদ্ধি 

অদেখা ও অন্যান্য | কল্যাণ গঙ্গোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু

কল্যাণ গঙ্গোপাধ্যায়

অদেখা ও অন্যান্য


অদেখা
 
সন্ধ্যাবেলা প্রদীপ জ্বেলে
শঙ্খ বাজার শব্দ তোলো,
ভালবাসায় অন্ধ, বধির
জোটেনি যে দেখার আলো

সহজ ও কঠিন | বিমল কুমার সোম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | গল্পাণু

বিমল কুমার সোম

সহজ ও কঠিন


"আগামী সাতদিন আমরা দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করার পরিকল্পনা নিয়েছি। আপনি আমাদের যোগ্য সহায়ক হবেন আশা করি। আমরা আপনাকে পাশে পাবো।"


বিদ্যাসাগরের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠল নরেশ মিত্র।

বললো— ওসব পালন-টালন করে কিছু হবে না। বিদ্যাসাগর আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। বিনিময়ে পেয়েছেন অসম্মান, ঘৃণা, অপমান। রবীন্দ্রনাথ লিখেছেন— বলে গড়গড় করে শুনিয়ে দিলেন। পরে বললেন— সাধারণ, দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই বিদ্যাসাগরকে উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে।

টের | উজ্জ্বল পায়রা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

উজ্জ্বল পায়রা

টের


ধরে নাও মেঘ ডাকছে, বাজ পড়ছে
ধরে নাও বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে
জল থইথই চারিদিক

মায়ার খেলা | উৎপলেন্দু দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

উৎপলেন্দু দাস

মায়ার খেলা


ক্লান্ত দিনের শেষে রাত নেমে এলে
আমিও সবার মতো পড়ব ঘুমিয়ে
নিঝুম আকাশে তারারা কথা বলে হেসে
রজনিগন্ধা ব্যস্ত মায়াবী গন্ধ ছড়িয়ে।

এ দেখা সেরকম নয় | তাপস মাইতি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

তাপস মাইতি

এ দেখা সেরকম নয়


যেরকম দ্যাখো এদেখা সেরকম নয়
কাচ গুঁড়োর মতো লাগছিল চোখের ঝাপটা
আগের সেই পড়া নেই আমার তাকানোগুলোকে নিয়ে যেভাবে বৃষ্টি ঝরাতে

অসঙ্গত দৃশ্যের পরাবাস্তব ও বহুমুখী ঘোড়াদের শীঘ্রপতন | নিমাই জানা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

নিমাই জানা

অসঙ্গত দৃশ্যের পরাবাস্তব ও বহুমুখী ঘোড়াদের শীঘ্রপতন


দৃশ্য এক
চন্দ্র ও নক্ষত্রের কোষীয় মহাকর্ষের উপগ্রহ মহাদেশগুলি প্রিয় কর্ষণ শব্দ করছে। বলাৎকার ও যোজন তত্ত্ব। সাংখ্য যোগের দর্শন। জননতন্ত্রের অবিনশ্বর নেশা ও চমক কম্পাঙ্কের। তড়িৎ 

মিতালি | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

মিতালি


শরীর জানে কতটা দূরত্ব পার হলে
পরিপূর্ণ শুদ্ধ হওয়া যায়।
শরীর জানে রাধাচূড়ার কতটা কাছে গেলে
বসন্তকে পাওয়া যায়—

চেতনাকে বসুন্ধরা দেবী | কুন্তলা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/হলদে খাম/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | হলদে খাম

কুন্তলা ঘোষ

চেতনাকে বসুন্ধরা দেবী


"একবার তুই একটু অতীতে ফিরে গিয়ে, গুহার আঁধার থেকে তুলে নিয়ে আয় তোর আর আমার সম্পর্ক। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাক তোর আর আমার নাড়ির টান।"


প্রিয় চেতনা—
আশা করি তোর চেতনার অতলান্তে এখনো নিমজ্জিত হইনি। এই তো সেদিনের কথা, যখন তুই ভাল করে দাঁড়াতে পারতিস না, হাঁটতে পারতিস না সোজা হয়ে। গুহার আঁধার কী করে দূর করবি তাও জানতিস না। তারপর একটু একটু করে আমার সরসে সবল হলি, চকমকি ঠুকে জ্বাললি আলো, শিখলি চাকার ব্যবহার। আর আজ আকাশযানে দুরন্ত গতিতে 

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | মহব্বতের দিন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

মহব্বতের দিন


নৃশংস ভূতত্ত্ব জানো, কেটে ফেলা অরণ্যানী জানো
প্রতিদিন প্রতিপল মানুষের অন্ধ আত্মাহুতি
এই ধ্বংসের সাথে চিরন্তন বেঁধে থাকা শুধু

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | আমরা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

আমরা


সাদা তরলের মতো নেমে আসছে ভয়।
বিবরণধর্মী সব জানালা খুলেছে
প্রতি জানালায় আছে বিবর্ণ মুখেরা
প্রত্যেকে দৃষ্টির মধ্যে মিশিয়েছে করুণাপ্রতিমা

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | মনোদোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

মনোদোষ


আমাদের আবিল করতলের কথা বলি
আমাদের চিকন মনোরথের কথা বলি
আমাদের রোদ্দুর আসা চৌকো উঠোনের জন্য কাঁদি

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | মিথ্যা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

মিথ্যা


মিথ্যা আর চর্বিত চর্বণ
কোনটা বেশি খারাপ জানিনা
মিথ্যা আর ঈর্ষাজনিত অর্ধকথন
কোনটা বেশি অসত্য জানিনা

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)