পূর্বরাগ | নাটক | শিল্প-সংস্কৃতি
ঝরা বকুলের ঘ্রাণ
[সত্যাশ্রয়ী ঘটনার ছায়ায়, কল্পনার রঙে রচিত এই নাটকের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোন মিল থাকলে তা নিতান্তই আকস্মিক ও অনিচ্ছাকৃত।]
[চরিত্র: বকুল, ক্যামেলিয়া, রাধা]
রাধা: সুপ্রভাত বকুল-দা।
বকুল: সুপ্রভাত
সুপ্রভাত, বলুন রাধা, কেমন আছেন?
রাধা: ভালো।
আপনার গল্পটা পড়লাম। খুব ভালো লাগল।
বকুল: কোন
গল্পটা?
বকুল: ওঃ
ধন্যবাদ। ওসব অনেকদিনের কথা।
রাধা: আপনি
এত ভালো গল্প লেখেন বলেননি তো আগে।
বকুল: এতে
বলবার কী আছে?
রাধা: বা
রে! এখন সবাই নিজের ঢাক নিজে পেটায়।
রাধা: বাব্বা
এত ব্যস্ত!