বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতাগুচ্ছ
বীথি চট্টোপাধ্যায়
জল তর্পণ
দু-চারদিনের ছোট্ট সফর, চলে যাব সব রেখে
কোনও তর্পণ বড়ো হতে পারে চোখের জলের থেকে?
শেষ জলটুকু যেন কেউ পায়, ফুল ও মালার আগে
একটু খাবার পৌঁছতে পারো যেখানে যুদ্ধ লাগে?
জীবনে কখনও কিছুই পায়নি, ধুলোয় লুটিয়ে পড়ে
মায়াভরা হাতে তাকে ছুঁয়ে দিও; একটু সময় করে।
কোনও তর্পণ বড়ো হতে পারে চোখের জলের থেকে?
একটু খাবার পৌঁছতে পারো যেখানে যুদ্ধ লাগে?
মায়াভরা হাতে তাকে ছুঁয়ে দিও; একটু সময় করে।