প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, May 24, 2024

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | জল তর্পণ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ

বীথি চট্টোপাধ্যায়

জল তর্পণ


দু-চারদিনের ছোট্ট সফর, চলে যাব সব রেখে 
কোনও তর্পণ বড়ো হতে পারে চোখের জলের থেকে?
 
শেষ জলটুকু যেন কেউ পায়, ফুল ও মালার আগে 
একটু খাবার পৌঁছতে পারো যেখানে যুদ্ধ লাগে? 
 
জীবনে কখনও কিছুই পায়নি, ধুলোয় লুটিয়ে পড়ে 
মায়াভরা হাতে তাকে ছুঁয়ে দিও; একটু সময় করে। 

বীথি চট্টোপাধ্যায় সংখ্যা | উল্টোরথ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/সম্পাদকীয়/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

বীথি চট্টোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয়

 

উল্টোরথ

 

বিদ্রোহী কবি, প্রেমিক কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিনে তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। তিনি ‘একই বৃন্তে দুটি কুসুম’ দেখেছিলেন। সকলেই তা দেখতে পাচ্ছেন কি?
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে সৌভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করেছিলেন। আপামর বাঙালির সৌভাগ্য বাঙালি জাতি তাঁদেরই উত্তরসূরি। যারা ঘটা করে রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী পালন করেন কিংবা শান্তিনিকেতন অথবা চুরুলিয়া যান তারা সত্যিই কতজন তাঁদের আদর্শকে সামনে রেখে পথ চলেন?

আগুন | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

সৈয়দ হাসমত জালাল

আগুন


তুমি যে শান্ত সবুজ আগুন ছড়িয়ে দিলে দৃষ্টিতে
ছড়িয়ে পড়ল তা মেঘে মেঘে, বিদ্যুৎরেখায়, বৃষ্টিতে
বজ্রপাতের শব্দে কেঁপে উঠল কঠিন বুকের তলদেশ
এ আগুন অনিঃশেষ
চিরকাল পূর্ণ করে শিখায় শিখায়
এ আগুন গ্রীষ্মদাহের নয়, নয় এ বিভ্রম-ও মরীচিকায়

যুগলবন্দি | সখী— | অজয় দেবনাথ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

হলদে খাম | যুগলবন্দি

অজয় দেবনাথ

সখী


তোমাকে সখী,
 
মাঝেমধ্যেই তোমার পরশ পাই। যেখানেই যাই না কেন আমার সমস্ত অন্তর জুড়ে শুধু তুমিই বসে থাকো। হ্যাঁ শুধু তুমিই। আমার সমগ্র চেতনা, সমস্ত অনুভূতি শুধু একটা কথাই বলে, তুমিও আমাকে ভেবে অন্তহীনভাবে কাব্যগাথা রচনা করছ তোমার মনে। আমি নিশ্চিত জানি এবং মনে মনে খুশি হই আর অসম্ভব সুখানুভূতির সাগরে অবগাহন করি।

যুগলবন্দি | সখা— | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/হলদে খাম/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

হলদে খাম | যুগলবন্দি

চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

সখা


তোমাকে,
 
কেমন যেন এক অলসতার আলুথালু ভাব পেয়ে বসেছে আমাকে। রোজ দিনের রোজনামচার ফাঁকে তোমার মুখোমুখি বসি রাত্রির মধ্যযামে। অনুভূতির ছায়ালোক পেরিয়ে তোমার সে উষ্ণ পরশ পাবার আকাঙ্ক্ষায় মন বড়ই ব্যাকুল থাকে। আমার অলস পেলব মনে তোমার সে দয়াল রূপ ধরা পড়ে না আর তেমন করে। বাইরের গাঢ় অন্ধকারের বুক চিরে আর আমার 

গাছেরা | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

গাছেরা


একটা গাছ আর একটা গাছের কাছাকাছি
                                     চলে আসে।
জড়িয়ে ধরে একে অন্যকে
তাদের মধ্যে কথা হয়।

আগামী বসন্তের কানে কানে | অলোক মিত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

অলোক মিত্র

আগামী বসন্তের কানে কানে


বাতাস এই মুহূর্তে আজ স্থির
দু একটা ফুল আগেই ছড়িয়ে ছিল জ্যোৎস্নাশয্যায়
যেখানে ঘুমিয়ে আছে শিশিরে অভ্রফুল
কলমি শাখার শিষে, কাল বসন্ত

ঈর্ষা | দেবযানী মহাপাত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

ছোটগল্প

দেবযানী মহাপাত্র

ঈর্ষা


হাত দেখাতেই চলন্ত বাসটা স্পিড কমিয়ে দিল। তারই মধ্যে উঠতে হল তিতিরকে। বাস তখন আবার স্পিড নিয়ে নিয়েছে। চলন্ত বাসে কোনোমতে সে তাড়াহুড়ো করে বসে পড়ল সামনের খালি সিটে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে কোলের ওপর রাখল। তারপর প্রচণ্ড ক্লান্তিতে পেছনে হেলান দিয়ে চোখ বুজল সে।

বাতাসের থেকে বহুদূরে | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

বাতাসের থেকে বহুদূরে


বুকের আঁচলে ঢাকা পাখি
নির্ভিক ঘুড়ি হয়ে ওড়ে
অলীক লাটাই তখন থাকে আমার হাতে

জীবনের গল্প | তূয়া নূর

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

তূয়া নূর

জীবনের গল্প


মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়
তার ভেতর কোন একটা গল্প ভাঁজ বন্ধ করে বইয়ের মতো বেঁধে 
চিলেকোঠার এক কোণায় ফেলে রাখে। 
সেগুলো কথা হয়ে ওঠে না 
আকরিক হয়ে থাকে, 
কথা হতে উঠতে তাকে কিছু সময় দিতে হয়।

সময় | মধুপর্ণা বসু

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

মধুপর্ণা বসু

সময়


ভাবনাগুলো নিত্যনতুন পরিভাষা নিয়ে
পরিত্রাহি ছুটে যায় বিপ্রতীপ,
যেন অহিফেন উন্মত্ততা গিলে খেলো
ওহে পলাতক সময়, কেন চৌর্যবৃত্তি—

চোখ | পম্পা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

পম্পা ঘোষ

চোখ


আঁকা চোখের ভাষা
শিল্পী তুমিই পড়তে পারো,
তোমার মনের ভাষা দিয়ে
দেখেছ যে আরো।

চাঁদ | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

চাঁদ


দু বাড়ির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ।
একটা খুন হয়ে গেছে
গণতন্ত্রী তান্ত্রিকেরা নরবলি চায় বলে তাই,
আরও আরও সম্ভাবনা লাইনে দাঁড়িয়ে।

স্বপ্নছবি | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

স্বপ্নছবি


বাড়িটার সামনে কোন তোরণ ছিল না।
বাড়ির মধ্যেও কোন জোড়হাত নেই
'আসুন বসুন' জাতীয় কোন বাক্যবন্ধ,
কেমন এক ধুলোওড়া ফাঁকা মাঠ।

ঝরা পাতা | মধুপর্ণা বসু

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

মধুপর্ণা বসু

ঝরা পাতা


যখন এসে বসি শিশিরের পাশে
সে বুকে টেনে নেয় অনায়াসে

মোহন বিভ্রম | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

মোহন বিভ্রম


এতকাল পরে
আমার একা ঘরে
জানলার কাচে
নামে,

Thursday, May 23, 2024

সাম্য | পম্পা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

পম্পা ঘোষ

সাম্য


আদিবাসী ওই মেয়েটির সাথে
কীসের তফাৎ আমার?
সবার জন্ম মানব জঠরে
ইচ্ছেতে বিধাতার!

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | কবির ছুটি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

কবির ছুটি


বর্ষা স্পর্শ এখনও আকাশ জুড়ে
শরতের আলো ফুটতে অনেক দেরি,
এবার শরৎ আসার আগেই বুঝি
অকূলসিন্ধু পারে চলে যাবে ফেরি।

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | আমন্ত্রণ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

আমন্ত্রণ


সামনে একটা বিস্তৃত রাত আজ আমাকে ডাকছে
চলো ভোগ করি
দু হাত ভরে আজ দিতে চাই
দু হাত ভরে আজ নিতে চাই

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | লাথি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

লাথি


একটা লাথি কোথাও কোথাও খুব দরকার হয়
যেকোনও সময়; যেকোনও জায়গায় নয় অবশ্য;
কুয়াশার মধ্যে দিয়ে নিমগ্ন হেঁটে যাবার সময় নয়,
মেঘমল্লারের থেকে বিষণ্ন কোনও বসন্তকালে নয়।

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | সমুদ্র দর্শন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

সমুদ্র দর্শন


বালুকণার থেকেও ছোট ছোট মানুষ
কখনও আমার চোখে উড়ে এসে পড়ে;
চোখের পাতায় বসে,
পায়ের আঙুলেও কামড়ায় তারা।

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | রবীন্দ্রপূজা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

রবীন্দ্রপূজা 


আমি কাজের লোক-কে যতটা সম্ভব কম মাইনে দিয়ে
বেশি খাটিয়ে নিতে চাই;
আমি বুভুক্ষু কুকুর-কে লাঠি দেখিয়ে তাড়াই
বেড়ালের গায়ে ঢালি গরমজল

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | কুসুম চিহ্ন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

কুসুম চিহ্ন


কফিন বুকে নিয়ে হাঁটবে কলকাতা
ঝরছে পথে পথে হালকা ফুল
কবরে বয়ে যাবে শীতের হিম হাওয়া
তারায় ঝিলমিল সে উপকূল;

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | জলপানি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

জলপানি


পানির ওপর জল নাকি সে জলের ওপর পানি?
রবীন্দ্রনাথ আকাশ দেখে লিখেছেন আসমানী৷
 
আকাশি নয় আসমানী রং রৌদ্র ছায়া জুড়ে
দুঃখ দিলে বাজবে সানাই বিসমিল্লার সুরেই...

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | অচেনা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

অচেনা


বাইরে কিছু কি বুঝতে পারছে লোকে?
চলছে কতটা অবিরাম ভাঙাগড়া?
যেসব জীবনে পড়িনি কখনও আগে
কতলোক এসে ধরছে সেসব পড়া।

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | অতিথি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

অতিথি


গতি মুছে দিয়ে; এসে পৌঁছল ট্রেন
সহযাত্রীরা কেউ তো আপন নয়।
কোনও কলরব কোথাও থাকবেনা?
জন্মানো মানে এতবড়ো পরাজয়?

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | রাজার চিঠি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

রাজার চিঠি


চিঠি এসে যায় মেঠো আলপথ ধরে
কেউ চিঠি লেখে ভুলে ভরা কৈশোরে...
 
ডাকটিকিটের স্মৃতিমেদুরতা মেখে
দেশ থেকে কেউ এখনও কি চিঠি লেখে?

কবিতাগুচ্ছ | বীথি চট্টোপাধ্যায় | সময়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাগুচ্ছ 

বীথি চট্টোপাধ্যায়

সময়


আমি যখন থাকবনা, আমার বাড়িতে তখন
কারা থাকবে নতুন করে এসে?
আমি নেই, আমার বাড়ির কেউ নেই।
বেড়ালরা ফুলের মতন ঝরে পড়ে আছে।
তবু বহুদিন তালা বন্ধ থাকার পর আবার

একগুচ্ছ | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাণু

রঞ্জন ভট্টাচার্য

একগুচ্ছ


শান্ত সমুদ্র
শান্ত নারীর থেকেও সুন্দর
বদরাগী নারী আবার
অশান্ত সমুদ্র থেকেও ভয়ঙ্কর!

না পারি ও অন্যান্য | পঞ্চানন মল্লিক

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাণু

পঞ্চানন মল্লিক

না পারি ও অন্যান্য

না পারি


না পারি গিট্টু দিতে
না পারি খুলতে,
না পারি অতীত দড়ির
সেলফিগুলো তুলতে।

ভুল সমীক্ষা ও অন্যান্য | বলাই দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতাণু

বলাই দাস

ভুল সমীক্ষা ও অন্যান্য

ভুল সমীক্ষা


নিভে যাওয়া জোনাকি বাসা বাঁধছে
মহাসুখে রোদের বুকে—
দুঃখের ধাক্কায় জীবন যাত্রায় প্রতিদিন
ভরাট হচ্ছে ময়লা ফেলার ডাস্টবিন।
হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে হিমোগ্লোবিনের উত্তাপ।
বাতাসের ঢেউয়ে নাচে বুনোফুল, হাড় হিম করা শীত এবার!

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)