দর্পণের মাহাত্ম্য
মায়াকাজল ছাড়া দর্পণ যা দেখে তা-ই দেখায়। দর্পণের কাজ কি শুধু সে-টুকুই? হ্যাঁ, আপাতভাবে তা-ই। কিন্তু, একটু খুঁটিয়ে দেখলেই, চোখের কোণে বলিরেখা, মাথায় কোথাও রূপোলি ঝিলিক, আবার চাপা দেওয়ার অনেক চেষ্টা সত্ত্বেও ক্লান্তির প্রচ্ছন্ন ছাপ, প্রসাধন-বেশভূষার বাইরে আরও অনেক কিছু চোখে পড়ে।