ডিভোর্স | কবিতা
প্রতীতি সরকার
লিভিং রুমের শেলফে গোছানো
বইয়ের তাকে
আমার রোজনামচার ধূলো-
পুরোনো খামতির লিস্ট লুকোনো
পরিপাটি সাজানো ফুলদানির জলে
নুন মেশানো
টেবিলের কফির কাপে আজকাল
তিতকুটে স্বাদ
জানালা খুললেই উত্তরের হওয়ার
সাথে
ঘরে ঢুকে পড়ে উদ্ভ্রান্ত
বিষাদ
আমার প্রাত্যহিক জীবনে কপাল
জুড়ে ভাঁজ!